বাংলাদেশের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসার কবিতা
॥ মিলনসাগরে স্বাগত॥ মিলনসাগর শুধুমাত্র একটি ওয়েবসাইট নয়, একজন শিল্পীর সাজানো ক্যানভাস॥ বিগত ৪ঠা জুন ২০০৫ তারিখে জনাব শেখ মহম্মদ আলী মিলনসাগরের শুভ-উদ্বোধন করেন॥ আমরা কৃতজ্ঞতা জানাই দিল্লীর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর অধ্যাপক ডঃ দীপায়ন সরকারকে যিনি মিলনসাগরে বহুল ব্যবহৃত "লিখন" নামক বাংলা ফন্টের স্রষ্টা॥ আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা অভ্র কী-বোর্ডের স্রষ্টা ডঃ মেহেদী হাসান খানকে, যাঁর জন্য আপামর বাঙালী আজ ইনটারনেটে স্বচ্ছন্দে বাংলা ব্যবহার করতে পারছেন॥
মেহেরুন্নেসা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ
২০. ০৮. ১৯৪২ ~ ২৭. ০৩. ১৯৭১
এই পাতায় মাত্র দুটি কবিতা রয়েছে। পাঠকের কাছে অনুরোধ রইলো যে যদি তাঁরা কবির
আরো কবিতা পান এবং তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা
কবিতার
সাথে
প্রেরকের নাম তুলে দেবো। এই কবির কবিতা টাইপ করে পাঠাতে হবে না। কেবল
ছবি তুলে পাঠালেই চলবে, আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে।
<<<
কবির ছবি - সৌজন্যে
স
মকাল
.কম
।